অবহিতকরণ সভা
ষ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে বুধবার বিকালে উৎপাদনমুখী সমবায় সমিতি গঠনের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর হোসেন। সংগঠনের শের মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বাবুল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পল্লী মঙ্গল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্পাদনা সাহেদুল ইসলাম, মান্জু মিয়া, মাছুম আহমেদ ঠাকুর প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্প
ষ লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৃহস্পতিবার গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মো. নাজিবুল হক। প্রবীণ কল্যাণ কর্মসূচি প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার আবু হানিফের পরিচালনায় ক্যাম্পে উপস্থিত ছিলেন লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, হলদিয়া শাখার ব্যবস্থাপক নূরুল ইসলাম প্রমুখ।
মাঠ দিবস
ষ নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলার কুর্শা এলাকায় বুধবার বিকালে বিনা সরিষা-৯ এর প্রদর্শনীর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শেরপুর খামারবাড়ির ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। এ সময় উপস্থিত ছিলেন বিনা উপকেন্দ্র নালিতাবাড়ীর বৈজ্ঞানিক কর্মকর্তা শ ম আবদুল আলীম, ড. আবদুল মালেক প্রমুখ।
কৃষিবিদ দিবস
ষ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত সভায় উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম, ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক, এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
স্বাস্থ্য ক্যাম্প
ষ কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে বৃহস্পতিবার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পিকেএসএফের অর্থায়নে নাক-কান-গলা স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে যশোর আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলাবিষয়ক বিশেষজ্ঞ সার্জন ডা. সাফায়াত আখতার ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলাবিষয়ক বিশেষজ্ঞ ডা. মাসুদুল ইসলাম রোগীদের ফ্রি সেবা দেন।
সম্মাননা স্মারক প্রদান
ষ মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গর্বিত পিতা উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত ফুড কন্ট্রোলার আবদুর রউফ তালুকদার ও মাতা অবসরপ্রাপ্ত শিক্ষিকা হাফেজা জামাল এবং মুক্তিযোদ্ধা আমেরিকাস্থ শ্রীমঙ্গল প্রবাসীদের সংগঠন শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের উপদেষ্টা মোহাম্মদ ইকবালকে বুধবার সন্ধ্যায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সংগঠনের উপদেষ্টা শ্রীমঙ্গল জাসদ সভাপতি এলেমান কবীর প্রমুখ।
মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ষ সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ বাজার এলাকার চৌরাস্তা মোড়ে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২ সদস্যরা। তারা হলো পাবনার সদর উপজেলার মন্দিরপুর গ্রামের লিটন মিয়া ও কুষ্টিয়ার দৌলতপুর থানার হোসেন আবাদ কান্দীপাড়া গ্রামের মাকছুদুর রহমান কিরন।