আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

কেশবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

কেশবপুর (যশোর) প্রতিনিধি
| দেশ

যশোরের কেশবপুরে এক আড়তদার ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে উপজেলার আলতাপোল গ্রামের মোজাফফার বিশ্বাস বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেছেন। মুমূর্ষু ওই ব্যবসায়ী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামের মোজাফফার বিশ্বাসের ছেলে মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে কেশবপুর শহরের কাঁচাবাজারে আড়তদারের ব্যবসা করে আসছেন। ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পূর্বশত্রুতার জের ধরে রাশেদের নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন যুবক মাসুদুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে অস্ত্রধারী যুবকরা কাঁচামাল ব্যবসায়ীদের কাছ থেকে তার আদায় করা ৯০ হাজার ২০০ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় ১২ ফেব্রুয়ারি রাতেই তার পিতা মোজাফফার বিশ্বাস বাদী হয়ে কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের রাশেদুজ্জামান, জিয়াউর রহমান, মন্টু হোসেন ও মনিরামপুর উপজেলার আটঘরা গ্রামের মনির হোসেন, তৌহিদুজ্জামানকে আসামি করে থানায় একটি মামলা করেন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।