মাইক্রোসফটে আরও দক্ষ হতে মাইক্রোসফট অফিসের বিস্তারিত বিষয় নিয়ে দেওয়ান আইসিটি থেকে প্রকাশিত হয়েছে ‘মাস্টারিং মাইক্রোসফট অফিস’ বই। সম্পাদনা করেছেন মো. জুলহাস মিয়া।
এতে সফটওয়্যারগুলোর বিস্তারিত বর্ণনার পাশাপাশি হাতে-কলমে শেখার সহজ উপায়গুলো তুলে ধরা হয়েছে। এছাড়া কম্পিউটার নতুন ব্যবহারকারীরা খুব সহজেই বইটি পড়ে মাইক্রোসফট অফিসের সফটওয়্যারগুলো শিখতে পারবেন। বইটিতে আছে কম্পিউটারের ইতিহাস, আবিষ্কার ও প্রজন্ম, কম্পিউটারের পরিচিতি, মাইক্রোসফট উইন্ডোজ পরিচিতি, মাইক্রোসফট ওয়ার্ড ২০১৬/২০১৯, মাইক্রোসফট এক্সেল ২০১৬/২০১৯, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ২০১৬/২০১৯, পেইন্ট টুল এর ব্যবহার, ইন্টারনেট টেকনোলজি, বেসিক হার্ডওয়ার ও সফটওয়্যারসহ মাইক্রোসফটের নানা বিষয়।
বইটিতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অ্যাসাইনমেন্ট, রিসার্চ পেপার, রিপোর্ট রাইটিং, সিভি বা কভার লেটার তৈরি এবং বিভিন্ন কোম্পানির অফিসিয়াল ডকুমেন্ট থেকে শুরু করে বিজনেস রিপোর্ট রাইটিং, লেটার, এনভেলাপ ও অনেক কর্মকর্তার কাছে কম সময়ে ডকুমেন্ট পাঠানোর জন্য মেইল মার্জ অপশনসহ গুরুত্বপূর্ণ ফিচারগুলো তুলে ধরা হয়েছে।
এছাড়া বইটিতে অ্যাকাউন্টন্স, স্টোর, সাপ্লাই চেইন থেকে শুরু করে এইচ-আর পর্যন্ত সব ক্ষেত্রেই ডাটা স্টোর ও রেকর্ড এবং ব্যাংক ব্যবস্থাপনার কাজ ও আয়কর, অন্যান্য হিসাব-নিকাশ তৈরির জন্য এম এস এক্সেল শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা হয়েছে। বইটি পাওয়া যাবে : দেওয়ান আইসিটি ইনস্টটিউিট, মুক্তবাংলা কমপ্লেক্স, মিরপুর-১, ঢাকা।