ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে অন্তত আটজন গুরুতর আহত হন। বুধবার রাতে আগ্রা থেকে লক্ষেèৗ যাওয়ার এক্সপ্রেসওয়েতে একটি বেসরকারি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলা প্রশাসক চন্দ্রবিজয় সিং এ কথা জানান। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার জানান, সিøপার বাসটি দিল্লি থেকে মোতিহারিতে যাচ্ছিল। পেছন থেকে কনটেনার ট্রাকটিকে ধাক্কা মারে বাসটি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই এলাকার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন। আহতরা যাতে পর্যাপ্ত চিকিৎসা পান, তারও নির্দেশ দেন তিনি।