আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

চীনের হুবেইয়ের কমিউনিস্ট পার্টি প্রধান অপসারিত

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

প্রাণঘাতী নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সিনহুয়া এ কথা জানায়। গেল বছরের শেষ দিন হুবেইয়ের উহান শহরের একটি বাজার থেকে ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়াতে শুরু করে বলে মনে করা হয়। ভাইরাসটির সংক্রমণে সৃষ্ট কভিড-১৯ রোগে বুধবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ৩৫৫ জনে দাঁড়িয়েছে। প্রায় ৬০ হাজার মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। মৃত ও আক্রান্তদের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। বুধবার হুবেইতে এক দিনেই মৃত্যু হয়েছে রেকর্ড ২৪২ জনের আর রোগ নির্ণয় পদ্ধতিতে পরিবর্তন আনার পর ১৪ হাজার ৮৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ পরিস্থিতিতে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির হুবেই প্রধান জিয়াং চাওলিয়াংকে অব্যাহতি দেয় পার্টির কেন্দ্রীয় কমিটি। তার পদে সাংহাইয়ের মেয়র ইং ইয়ংকে নিয়োগ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে।  এর আগে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান ও এ কমিশনে নিয়োজিত কমিউনিস্ট পার্টির সম্পাদককেও অপসারণ করা হয়েছিল। বিডি নিউজ