ভারতীয় রাজনীতিতে এবার শুরু হতে চলেছে স্বচ্ছ অভিযান। দলীয় প্রার্থীদের অপরাধের রেকর্ডের বিবরণ ওয়েবসাইটে জানাতে হবে দেশটির রাজনৈতিক দলগুলোকে। বৃহস্পতিবার ভারতের সুপ্রিমকোর্ট এ নির্দেশ দেন। এছাড়া রাজনৈতিক দলগুলোকে সবিস্তারে জানাতে হবে অপরাধের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আদৌ কোনো শাস্তি হয়েছিল কি না। দলীয় ওয়েবসাইটের পাশাপাশি সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায়ও এসব তথ্য বিস্তারিত জানাতে হবে। অপরাধের ইতিহাস আছে, সেরকম কাউকে নির্বাচনে প্রার্থী কেন করা হলো তার ব্যাখ্যাও ওয়েবসাইটে সংশ্লিষ্ট দলকে দিতে হবে। ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে, এ যুক্তিতে কোনো অভিযুক্তকে প্রার্থী করা ঠিক নয় বলে স্পষ্ট মত ভারতের সুপ্রিমকোর্টের। দেশটির শীর্ষ আদালত জানিয়েছেন, যদি কোনো রাজনৈতিক দল এ নির্দেশ অমান্য করে বা নির্বাচন কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা না নেয়, তবে তা আদালত অবমাননা হিসেবেই গণ্য হবে। প্রসঙ্গত, আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় ও অন্যদের করা আদালত অবমাননা সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতেই এ রায় দিয়েছেন ভারতের শীর্ষ আদালত। সুপ্রিমকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে কংগ্রেস মুখপাত্র জয়দীপ শেরগিল দাবি করেন, ওয়েবসাইটে তথ্য দিলে সবচেয়ে বেকায়দায় পড়বে বিজেপি।