আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

ভালোবাসা দিবসেই প্রকাশ পাচ্ছে তাদের দুটি গান

বিনোদন প্রতিবেদক
| বিনোদন

প্রয়াত বরেণ্য সংগীতশিল্পী বশির আহমেদের দুই যোগ্য উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশির। বাবাকে উৎসর্গ করে এবারের ভালোবাসা দিবসে তারা একই ইউটিউব চ্যানেলে দুটি গান প্রকাশ করতে যাচ্ছেন। উপমহাদেশের বরেণ্য গীতিকার, প্রযোজক, পরিচালক, কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার ও বশির আহমেদের কন্যা হোমায়রা বশিরের দুটি গান আজ ‘সারগাম সাউন্ড স্টেশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। দুটি গানেরই ফিচারিং করেছেন রাজা বশির। হোমায়রা বশির গেয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘চুপ’ গানটি। গানটির সুর, সংগীত ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজা বশির। অন্যদিকে দিঠি আনোয়ারের গাওয়া ‘যাযাবর’ গানটি লিখেছেন তারই বাবা গাজী মাজহারুল আনোয়ার এবং গানটির সুর, সংগীত ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজা বশির।