মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। অংশগ্রহণকারী আট দলের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করার পর খুদে ক্রিকেটারদের নিয়ে কর্মশালা করেন তিনি। বিকালে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল ও ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইনস্টিটিউট ক্রীড়ায় বিজয়ীদের পুরস্কৃত করেন। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।