আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

ফেনী ডিএফএ

ফেনী প্রতিনিধি
| খেলা

ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে (ডিএফএ) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মামুনুর রশিদ মিলন ও নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্যানেল। তফসিল অনুযায়ী, পদের বিপরীতে বাড়তি প্রার্থী না থাকায় বুধবার প্রধান নির্বাচন কমিশনার মো. শফিউল্লাহ তাদের নির্বাচিত ঘোষণা করেন; কমিশনের অন্য দুইজন হলেন সহকারী নির্বাচন কমিশনার গোলাম হায়দার মজুমদার ও ফারভেজ হোসেন। মামুনুর রশিদ মিলন সভাপতি, গোবিন্দপুর খেলোয়াড় কল্যাণ সমিতির নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও কেবিএম জাহাঙ্গীর আলম সহসভাপতি, সোনাগাজী পৌরসভা একাদশের প্রতিনিধি আমজাদ হোসেন বিপ্লব কোষাধ্যক্ষ হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেনÑ আমির হোসেন বাহার (জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদাধিকার বলে), রাইজিং সান ক্লাবের শুসেন চন্দ্র শীল, কসমস ক্লাবের আবদুল মোতালেব।