পাকিস্তানে গিয়ে সাদা পোশাকে বাজে হারের সঙ্গে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বলেন, এটা নিয়ে চিন্তার কথা। রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনের শেষ সেশনে পেসার নাসিম শাহর পরপর দুই বলে লেগবিফোর নাজমুল হোসেন শান্ত ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। হ্যাটট্রিক বলে মুখোমুখি সফরে সবচেয়ে অভিজ্ঞ মাহমুদউল্লাহ, ইনিংস হারের শঙ্কায় দল; নাসিমকে হ্যাটট্রিক উপহার দিয়ে তিনি ফেরেন দৃষ্টিকটুভাবে! জিম্বাবুয়ে সিরিজের আগে সমাধান বের করতে বৃহস্পতিবার বৈঠক করার কথা ছিল তাদের।
প্রধান নির্বাচকের সমালোচনার মুখে পড়েছেন মাহমুদউল্লাহ, ?বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ককে টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জাতীয় দলের কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে এ বিষয়ে আলোচনাও নাকি হয়েছে। ফলে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাসম্পন্ন ৩৪ বছর বয়সি এ ক্রিকেটার ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নাও থাকতে পারেন। বরং টেস্ট ছেড়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে মনোযোগ দিতে বলা হয়েছে। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে (বাছাই পর্বের পর) বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, তাই ওই ফরম্যাট নিয়েই বেশি ভাবতে বলা হয়েছে। রাওয়ালপিন্ডি টেস্টে তার বাজে নৈপুণ্য মাহমুদউল্লাহর টেস্ট ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিয়েছে। সর্বশেষ ১০ টেস্টে ইনিংসে মাত্র একটি ফিফটি পেয়েছেন তিনি, তা-ও নিউজিল্যান্ড সিরিজে। রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ২৫ ও দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক। ১৬ বছরের নাসিম শাহ তাকে দিয়েই হ্যাটট্রিক পূর্ণ করেন।
মাহমুদউল্লাহর টেস্ট ক্যারিয়ার নিয়ে বিসিবির এক নির্বাচক ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বলেন, ‘আমরা কোচকে বলেছি, লম্বা সংস্করণের ক্রিকেটে মাহমুদউল্লাহ ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে আলোচনা করতে। কোচ মাহমুদউল্লাহর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। টেস্ট ক্যারিয়ার নিয়ে ভাবতে বলেছেন এবং সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে মনোযোগ দিতে বলেছেন।’ জাতীয় দলের কোচ অবশ্য এর আগেই জানিয়েছেন, টেস্ট দলকে তিনি নতুন করে সাজাতে চান। নতুনদের দলে জায়গা দিয়ে তার একটি পক্রিয়া কোচ এরই মধ্যে শুরু করেছেন। সাইফ হাসান, নাজমুল শান্ত, এবাদতদের নিয়ে তিনি কাজও শুরু করেছেন। সে কারণেই টেস্ট দল থেকে ছেঁটে ফেলা হতে পারে মাহমুদউল্লাহকে। ২০০৯ সালে তার টেস্ট অভিষেক হয়। এ পর্যন্ত ৪৯ টেস্ট খেলে ২৭৬৪ রান করেছেন তিনি। চারটি সেঞ্চুরি ও ১৬ টেস্ট ফিফটি আছে তার।