যুবাদের বিশ্বকাপ জয়ের উৎসবে মাতোয়ার দেশ; ওদিকে মুখ বেজার সিনিয়র ক্রিকেটারদের। মাত্রই ইনিংস ব্যবধানে হারের গ্লানি নিয়ে পাকিস্তান থেকে দেশে ফিরেছে জাতীয় দল। তবে দম ফেলার ফুরসত নেই মুমিনুল, লিটন, মুশফিকদের; পূর্ণাঙ্গ সিরিজ খেতে শনিবার বিকালে ঢাকা পৌঁছে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পরদিন ঘোষণা করা হবে টেস্ট স্কোয়াড। আর মিরপুর একাডেমি মাঠে ১৮ ফেব্রুয়ারি শুরু হবে জাতীয় দলের জিম্বাবুয়ে প্রস্তুতি।
এর আগে আজ শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় তথা ফাইনালে ওঠার রাউন্ড; শীর্ষে থাকা দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ মধ্যাঞ্চল, আর উত্তরাঞ্চলের মুখোমুখি হবে পূর্বাঞ্চল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চার দলের মধ্যে ১৬.৩৯ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে দক্ষিণাঞ্চল, ১৩.০৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, তিনে থাকা ওয়ালটন মধ্যাঞ্চলের পয়েন্ট ৯.৫। আর ৫ পয়েন্ট নিয়ে সবার নিচে উত্তরাঞ্চল। তিনে থাকলেও মধ্যাঞ্চলের রয়েছে ফাইনালে ওঠার সুযোগ; পয়েন্টের ব্যবধান যা-ই হোক, এ রাউন্ডে পূর্বাঞ্চল হেরে গেলে ও তারা জিতে গেলে সমীকরণের টেবিলে চূড়ান্ত হবে তাদের ভাগ্য। আবার সেখানে ওঠতে পারে উত্তরাঞ্চলও!
ফাইনাল নির্ধারনী এ রাউন্ডে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই বিশ্রামে থাকলেও নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, সাইফ হাসানরা খেলবেন। জিম্বাবুয়ে সিরিজের আগে বড় খবর, চোট কাটিয়ে বিসিএল দিয়ে ফিরছেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও মেহেদি হাসান মিরাজ।
পাকিস্তান সফর থেকে মঙ্গলবার ও বুধবার দুই ধাপে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিসিএলের প্রথম রাউন্ডে খেলেছিলেন জাতীয় দলের প্রায় সবাই; তামিম করেছিলেন ট্রিপল সেঞ্চুরি, বাকিদের সবার নৈপুণ্যও ভালো ছিল। তবে রাওয়ালপিন্ডি টেস্টে জাতীয় দলের হয়ে সেটা ধরে রাখতে পারেননি তারা। এবার বিসিএলের শেষ রাউন্ডে খেলছেন না অধিকাংশ ক্রিকেটারই। যে ক’জন খেলছেন, তাদের ফেরায় সবচেয়ে বেশি লাভ হচ্ছে ওয়ালটন মধ্যাঞ্চলের। সাইফ নিজের অভিষেক টেস্টে কিছু করতে পারেননি, তবে বাকিদের তুলনায় ভালো করেছেন শান্ত। তারা দুজনেই খেলবেন মধ্যাঞ্চলের হয়ে। চোট কাটিয়ে ফিরেছেন মধ্যাঞ্চলের মেহেদি হাসান মিরাজও। বিপিএলে আঙুলে চোট পেয়েছিলেন, সেই চোট তাকে ছিটকে দিয়েছিল পাকিস্তান সফর থেকেও।
সাইফ উদ্দিনের ফেরাও উত্তরাঞ্চলের জন্য শুধু নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও সুসংবাদ। গেল বছর সেপ্টেম্বরের পর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি সাইফ, পিঠের চোটের জন্য দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে, প্রায় মাস পাঁচেক পর ফিরছেন ২২ গজে। নাঈম হাসান খেলবেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে, শফিউল ইসলাম খেলবেন শীর্ষে থাকা দক্ষিণাঞ্চলের হয়ে। পাকিস্তানে না যাওয়া জাতীয় দলের উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান মুসফিকুর রহিম রাউন্ডে খেলবেন উত্তরাঞ্চলের হয়ে।