আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

নোয়াখালীতে ১৪ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি
| দেশ

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার ভোর রাতে ভাটিরটেক চৌমুহনী বাজারের পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, ভোর রাতে পূর্ব বাজারের নূর উদ্দিন সাইকেল মেকানিকের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানের ব্যবসায়ী বেলাল, ইমাম উদ্দিন, নোমান আবদুর রহমানসহ দোকানের মালিকরা জানান, আগুনে তাদের ১৪টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। 

এদিকে সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদারের নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের তালিকা প্রস্তুত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলাম। মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে দোকানগুলো পুড়ে গেছে। তবে রাতে ব্যবসায়ীরা অনেকেই উপস্থিত না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি।