আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

নাটোরে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি
| দেশ

নাটোরের সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্ধারিত জায়গায় স্মৃতিস্তম্ভ না করার দাবিতে মানববন্ধন করেছে সিংড়া মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার সদ্য সাবেক কমান্ডার আবদুুল ওদুদ, মুক্তিযোদ্ধা আবদুল বারী, অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য .৮২৫ একর জমি বরাদ্দ করা হয় এবং এরই মধ্যে এ জমির কিছু অংশে কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। কিন্তু এ নির্ধারিত জায়গায় স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তুতি চলছে। তারা এই স্মৃতিস্তম্ভ নির্মাণ না করার জন্য দাবি জানান।