টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ীতে এক অটো ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তার ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে যায়। তারামিয়া নামের ভ্যানচালক বুধবার রাতে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায় গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে মাছুদ বাদী হয়ে বৃহস্পতিবার ধনবাড়ী থানায় মামলা দায়ের করেছে। এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া জানান, বুধবার রাতে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে তিনি বের হন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন পড়ে থাকা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ পৌর শহরের দক্ষিণ মিঠাখালী থেকে বুধবার রাতে বর্ষা গাইন নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে। বর্ষা নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের ধারণা। সে পৌর শহরের একটি স্কুল থেকে এ বছর মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউট কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। নিহত বর্ষার বাবা প্রভাষ গাইন জানান, বুধবার সন্ধ্যায় বর্ষা গাইন পড়তে বসলে তাকে একা ঘরে রেখে বিশেষ কাজে ঘরের বাইরে যাই। রাত ৮টার দিকে আমরা ঘরে ফিরে মেয়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরীক্ষা খারাপ হওয়ায় বর্ষা আত্মহত্যা করেছে বলে জানান তিনি। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের দাবি পরীক্ষা খারাপ হওয়ায় বর্ষা আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।