ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকসহ প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে গোপালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম জানান, স্থানীয় থানার ওসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম জানান, তারা হামলার বিষয়টি খতিয়ে দেখছেন।