আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
| দেশ

শেরপুরের শ্রীবরদীতে সোমেশ্বরী নদীর পানিতে ডুবে মদিনা ও মিশা মনি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মদিনা ছোট বালিজুড়ি গ্রামের ময়নাল মিয়া ও মিশা মনি রাঙ্গাজান এলাকার মিনারুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মদিনা ও মিশা মনি মামাতো-ফুফাতো বোন এবং বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটি হলে তারা আর বাড়িতে যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বুধবার রাতে এলাকাবাসীর সহযোগিতায় মাছ ধরার জাল দিয়ে সোমেশ্বরী নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।