দক্ষিণ আফ্রিকা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বুধবার বিকালে দেশে ফিরেছেন লাল-সবুজ যুবারা; সে রাতেই ঘরে ফিরেছেন ঢাকা ও পাশের এলাকার ক্রিকেটাররা। বাকিরা গেছেন বৃহস্পতিবার; বিশ্বজয়ী যুবা ক্রিকেটারদের বর্ণিল আয়োজনে বরণ করে নিচ্ছেন তাদের জেলার মানুষ; রংপুরে অধিনায়ক আকবর আলী, বগুড়ায় তামিম ও হৃদয়, চাঁদপুরে মাহমুদুল হাসান জয় ও শামীম, নড়াইলে অভিষেকরা পেলেন জনগণের ভালোবাসা। নড়াইলে অভিষেক সাহাকে মিষ্টিমুখ করিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মা হামিদা বেগম বলাকা ও গোলাম মোর্তজা স্বপন