আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
| দেশ

জেলার পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনে বৃহস্পতিবার নকল সরবরাহ করায় শিক্ষক সিদ্দিক হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। দণ্ডপ্রাপ্ত সিদ্দিক হোসেন উপজেলার এগারসিন্দুর ঈশাখাঁ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলাকালে তিনি একটি হলে ঢুকে অনিয়মিত ছাত্রদের মোবাইল ফোন থেকে নকল সরবরাহ করছিলেন। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) হাতেনাতে ধরে ফেলেন।