আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

সখীপুরে এসিল্যান্ডকে প্রাণনাশের হুমকি : বাবা-ছেলে কারাগারে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
| দেশ

টাঙ্গাইলের সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে উপজেলা ভূমি কার্যালয়ে এসে হুমকি প্রদান ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সখীপুর থানায় মামলা হয়েছে। উপজেলার যাদবপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদুজ্জামান বাদী হয়ে বহুরিয়া গ্রামের ৯জনকে আসামি করে সখীপুর থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ওই গ্রামের শামসুল হক ও তার ছেলে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠিয়েছেন। মামলা ও যাদবপুর ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রেক্ষিতে উপজেলার বহুরিয়া গ্রামের আবেদ আলী ২০০৯-১০ অর্থবছরে ভূমিহীন হিসেবে বহুরিয়া মৌজার ৭০ একর ভূমি বন্দোবস্ত দেন। আবেদ আলী ওই ভূমির দখল বুঝে পেতে গেল বছরের ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে উপজেলা ভূমি কার্যালয় ২৪ ডিসেম্বর ওই জমি পরিমাপ করে সীমানা নির্ধারণের খুঁটি পুঁতে আবেদ আলীকে ভূমি বুঝিয়ে দেওয়া হয়। ভূমি কর্মকর্তারা উপজেলা কার্যালয়ে ফিরে আসার আগেই ওই সীমানা খুঁটি তুলে ফেলা হয়। সর্বশেষ গেল ২৮ জানুয়ারি ভূমি কার্যালয় ওই ভূমি আবার বুঝিয়ে দিতে গেলে বিবাদীরা বন্দোবস্ত ভূমি পরিমাপে বাধা প্রদান ও দুর্ব্যবহার করেন। সোমবার বিবাদীরা উপজেলা কার্যালয়ে হাজির হন। কাগজপত্র দেখাতে বললে তারা ক্ষিপ্ত হয়ে সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, সার্ভেয়ার হযরত আলী ও যাদবপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদুজ্জামানসহ কার্যালয়ের সবাইকে গালিগালাজ এবং মেরে ফেলার হুমকি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, কর্মকর্তাদের সঙ্গে বিবাদীরা অশ্লীল ও অসদাচরণ, সরকারি কাজে বাধা প্রদান ও হুমকি দেওয়ায় মামলা করা হয়েছে। সখীপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত পিতাপুত্রকে গ্রেপ্তার করা হয়েছে।