আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

হাসপাতালে কবি নির্মলেন্দু গুণ

নিজস্ব প্রতিবেদক
| খবর

জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে কবি নির্মলেন্দু গুণ রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। ল্যাবএইড হাসপাতালের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেহের খুদা দীপ জানান, বুধবার রাতে কবি নির্মলেন্দু গুণকে হাসপাতালে নিয়ে আসা হয়। গায়ে জ্বর নিয়ে তিনি হাসপাতালে আসেন, ভীষণ দুর্বলও ছিলেন। পরে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বরেণ চক্রবর্তীর পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। তবে তিনি শঙ্কামুক্ত।
৭৫ বছর বয়সি কবি নির্মলেন্দু গুণ বাংলা সাহিত্যে অবদানের জন্য স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পদক পেয়েছেন।