আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

মাছশিকারি সেজে ডাকাত ধরল পুলিশ!

সিলেট ব্যুরো
| খবর

সিলেটের জকিগঞ্জে মাছশিকারি সেজে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. জসিম উদ্দিন শিকদার। সে জকিগঞ্জ উপজেলার লোহার সাঙ্গন গ্রামের মৃত হাজী আ. গফুরের ছেলে। পুলিশ জানায়, ১৯ জানুয়ারি জকিগঞ্জ থানার বুরহানপুর গ্রামের সৌদি প্রবাসী আবদুল জব্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে বিশেষ টিম গঠন করে মামলার তদন্ত শুরু হয়। তদন্তকারী দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবদুল হাফিজ ও ইকবাল হোসেন এক্কাইসহ আরও দুজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আসামি মো. জসিম উদ্দিন শিকদারের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।