আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

পদত্যাগ করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ

আলোকিত ডেস্ক
| প্রথম পাতা

যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সাজিদ জাভিদ। বৃহস্পতিবার রাজস্ব বিভাগের মুখ্য সচিব ঋষি সুনককে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যখন তার মন্ত্রিসভা পুনর্গঠিত করছেন, ঠিক তখন অপ্রত্যাশিতভাবে সাজিদের পদত্যাগের ঘোষণা এল। 
বিবিসি বলেছে, জনসন জাভিদকে তার সহযোগীদের বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। জবাবে সাজিদ জানিয়েছেন, কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী’ এ ধরনের শর্ত মানতে  পারেন না। জাভিদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন একটি সূত্র বলেছে, জাভিদকে প্রধানমন্ত্রী তার সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। তাদের স্থানে প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ উপদেষ্টাদের নিয়োগ দিতে বলেছিলেন, যাতে সবাই মিলে একটি টিম গঠন করা যায়। জাভিদ জানিয়েছেন, কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী এসব শর্ত মানতে পারেন না। এদিকে জনসনের জ্যেষ্ঠ উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে তিক্ত সম্পর্কের জের ধরেই সাজিদকে পদত্যাগ করতে হয়েছে বলেও গুঞ্জন ছড়িয়েছে। অন্যদিকে মাত্র সাত মাস আগে কনিষ্ঠ গৃহায়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সুনককে সম্প্রতি মুখ্য রাজস্ব সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভারতীয় বংশোদ্ভূদ সুনককেই এবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন জনসন।