আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

চীনে এক দিনে ২৪২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৮৪০

করোনা ভাইরাস

আলোকিত ডেস্ক
| প্রথম পাতা

চীনের হুবেই প্রদেশে বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪২ জন মারা গেছেন। বলা হচ্ছে, করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এটিই ভয়ালতম দিন। রোগ নির্ণয় পদ্ধতিতে পরিবর্তন আনার পর বুধবার শুধু হুবেই প্রদেশেই ১৪ হাজার ৮৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। গেল ডিসেম্বরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে সবচেয়ে বেশি মৃত্যু এবং নতুন রোগী শনাক্ত হওয়ার তথ্য এলো। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৩৫৫ এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার জনে দাঁড়াল। কয়েকদিন ধরে হুবেই প্রদেশে সংক্রমণ পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা লক্ষ করা যাচ্ছিল। নতুন রোগীর সংখ্যা কমতে থাকায় আশাবাদী হয়ে উঠতে শুরু করেছিলেন চীনা চিকিৎসকরা। তবে বুধবার হঠাৎ করেই বেড়ে গেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। চীনে যত মানুষ সংক্রমিত হয়েছেন, তার ৮০ শতাংশই হুবেই প্রদেশে রয়েছে। এখন অবশ্য যাদের শরীরে রোগের লক্ষণ প্রকাশিত হচ্ছে, তাদেরও সংক্রমিত হিসেবে গণ্য করা হচ্ছে। যাদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা যাবে এবং সিটি স্ক্যানের মাধ্যমে ফুসফুসের সংক্রমণ দেখা যাবে, তাদেরও করোনা ভাইরাস সংক্রমিত বলা হবে। এর আগে যথাযথ পরীক্ষা করে ভাইরাসের উপস্থিতি পেলেই তাকে সংক্রমিত বলা হতো। সম্ভবত নতুন এ সংজ্ঞায়নের কারণে আক্রান্তের সংখ্যার এ উল্লম্ফন এ কারণেই দেখা গেছে। এ উহানে বুধবার মারা যাওয়া ২৪২ জনের মধ্যে ১৩৫ জনই ছিলেন নতুন এ সংজ্ঞার অধীনে কোভিড-১৯ রোগে আক্রান্ত। নতুন এ করোনা ভাইরাসের কারণে হওয়া রোগটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন কোভিড-১৯ বলেই অভিহিত করছে; যার পূর্ণ রূপ হচ্ছে ‘করোনা ভাইরাস ডিজিস-২০১৯। এখানে ২০১৯ বলতে রোগটির ছড়িয়ে পড়ার বছর বোঝানো হয়েছে। হুবেইয়ে এখন ৪৮ হাজার ২০৬ জন নিশ্চিত কোভিড-১৯ রোগী রয়েছে। প্রদেশটির নতুন আক্রান্ত ১৪ হাজার ৮৪০ জনের মধ্যে ১৩ হাজার ৩৩২ জনকেই নতুন সংজ্ঞার অধীনে সংক্রমিত বলা হচ্ছে। বিবিসি