আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

রংপুরে আকবর চাঁদপুরে মাহমুদ ও শামীম সংবর্ধিত

বিশ্বজয়ী যুব ক্রিকেট দল

আলোকিত ডেস্ক
| শেষ পাতা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের দুই খেলোয়াড় তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়কে বৃহস্পতিবার বগুড়ায় ফুলেল সংবর্ধনা দেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভ্যানু ম্যানেজার জামিলুর রহমান জামিল এবং জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তারা- আলোকিত বাংলাদেশ

বিশ্বজয়ী যুব ক্রিকেট দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আকবর আলীকে রংপুরে এবং মাহমুদ ও শামীমকে চাঁদপুরে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিনিধিদের খবর-
রংপুর : বিশ্বজয়ী আকবর ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন রংপুরে। মুঘল সাম্রাজ্যের অধিপতি আকবর যেমন আলোকিত ভারতবর্ষের ইতিহাস। তেমনি যুবাদের বিশ্ব ক্রিকেট যুদ্ধ মঞ্চে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পূর্ণ করে আকবরের বাংলাদেশ। ভারতের আকবরনামার ৪০০ বছর পর নতুন আকবরের ক্রিকেট সাম্রাজ্য বিজয়ে ঘুচে গেছে বাংলাদেশের দীর্ঘদিনের আক্ষেপ আর হতাশা। মুঘল অধিপতির মতোই বাংলার যুবাদের অধিনায়ক আকবরও এখন আকবর দ্য গ্রেট। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এ মহানায়ক বোনের মৃত্যুর ১৯ দিনের মাথায় শোককে শক্তিতে পরিণত করে বিশ্বকাপ শিরোপার আনন্দে ভাসিয়েছেন গোটা দেশকে। ১৯-এর হাত ধরে এক আকবর তা-বে ৯ ফেব্রুয়ারি বিশ্ব শুনেছে বাংলাদেশের জুনিয়র টাইগারদের গর্জন। রচিত হয়েছে ক্রিকেট বাংলায় আকবরনামার গল্প।
বৃহস্পতিবার সকালে আনন্দ উচ্ছ্বাস নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা। গণসংবর্ধনার স্থল পাবলিক লাইব্রেরির ঐতিহাসিক মাঠে মঞ্চের দিকে মুখ করে মুখে হাসি নিয়ে হাতে ফুলের তোড়া, চোখে-মুখে আনন্দের বার্তা নিয়ে দাঁড়িয়ে থাকা ক্রিকেট পাগল। কেউবা রয়েল বেঙ্গল টাইগার সাজে, সর্বত্রই সাজসাজ রব, ব্যানার-ফেস্টুন-প্লাকার্ডে ঝলমলে নগরীতে পরিণত হয়েছে পুরো রংপুর। সবটাই বিশ্বকাপজয়ী যুব ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলীকে ঘিরে। বৃহস্পতিবার রংপুরবাসী তাদের গৌরবের ভূমিপুত্র আকবর আলীকে বীরোচিত সংবর্ধনা দিতেই এমন জমকালো আয়োজন করেছে। হাজার হাজার আকবর আলী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সংবর্ধনা গণসংবর্ধনায় রূপান্তরিত হয়। আকবর আলী দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। বিমান থেকে অবতরণের পর পরই রংপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আকবর আলী ভক্তদের উচ্ছ্বাস রুখতে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হয়েছে। আকবর আলীকে একটি গাড়িতে ওঠানোর পর শুরু হয় বর্ণিল র‌্যালি। মোটরসাইকেল বহর আর কয়েক হাজার ভক্তের উচ্ছ্বাস-উল্লাসে আকবর আকবর সেøাগানে রংপুর নগরী প্রকম্পিত হয়ে ওঠে। ঐতিহ্যবাহী টাউন হল মাঠে অবস্থানরত হাজারও ভক্ত আকবর আলী নাম ধরে সেøাগানে সেøাগানে মুখরিত করে তুলেন। ঢাকঢোল আর পুলিশের ব্যান্ড পার্টির সুরের মূর্ছনায় আকবর আলীকে বরণ করে নেওয়া হয়। সুসজ্জিত মঞ্চে ওঠেন আকবর আলী। আকবর আলীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, বিসিবির পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, উপদপ্তর সম্পাদক এরশাদুল হক রঞ্জু, রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, রংপুর জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন, মহানগর যুবলীগ সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার, আকবর আলীর গর্বিত বাবা গোলাম মোস্তফা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লতিফা শওকত, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামানসহ গণ্যমান্য ব্যক্তিরা। জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংসঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকবর আলীকে ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধিত আকবর আলী বলেন, রংপুরবাসী আমাকে যে সম্মান দেখিয়েছেন, তা আমার কাছে চীর স্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেটের জন্য আমি আজীবন কাজ করে যাব। আমি যাতে সুস্থ থেকে আগামীতে আরও ভালোভাবে খেলতে পারি, দেশের জন্য গৌরব বয়ে আনতে পারি, সেজন্য রংপুরসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গর্বিত শামীম হোসেন পাটওয়ারী ও মাহমুদুল হাসান জয়কে সংবর্ধনা দেওয়া হলো। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিউলী হরির সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা ক্রিকেট কমিটির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী, এএইচএম হারুন, চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রধান শামীম ফারুকী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা আকবার হোসেন মনির প্রমুখ। তাৎক্ষণিক সংবর্ধনার জবাবে শামীম হোসেন ও মাহমুদুল হাসান জয় বলেন, নিজের উপজেলাবাসীর ভালোবাসা পেয়ে আমরা আবেগাপ্লুত। তাদের এ ভালোবাসা আমাদের আরও ভালো খেলার জন্য উদ্বুদ্ধ করবে। এর আগে মোটরসাইকেল শোভাযাত্রা ও ক্লেমন ক্রিকেট একাডেমির শিক্ষার্থী ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী লোকজন শোভাযাত্রার মাধ্যমে শামীম ও মাহমুদুলকে চাঁদপুর থেকে ফরিদগঞ্জে নিয়ে আসেন।