তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিপ্রধান খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকার আন্তরিকভাবে সব সময় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নিয়মিত তার (খালেদা) স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখছেন। বৃহস্পতিবার বিশ্ব বেতার দিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত র্যালি উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার পরিবার প্যারোলে তার মুক্তি চায়। কিন্তু, বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোনো দাবি এখনও পর্যন্ত উপস্থাপন করা হয়নি। এমন কী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ সম্পর্কে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে না রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে। তার পছন্দের গৃহপরিচারিকাকে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়েছে। এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, সমগ্র ভারত উপমহাদেশে এ ধরনের কোনো নজির রয়েছে কি না, আমার জানা নেই।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার যেসব শারীরিক সমস্যা রয়েছে, তা অনেক পুরোনো সমস্যা। এসব সমস্যা নিয়েই তিনি দুইবার প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে সব সময় তার স্বাস্থ্য সমস্যাকে ফুলিয়ে-ফাঁপিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়। এখন যে কথাগুলো বলা হচ্ছে, সেটি তারই ধারাবাহিকতা। তিনি দেশে দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং একটি বৃহৎ দলের নেত্রী। তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে সরকার আন্তরিক। বেতার প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকৃত পক্ষে বেতার হচ্ছে এমন একটি গণমাধ্যম যা প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারে। বঙ্গোপসাগরে মাঝি-মাল্লারা বেতারের মাধ্যমে দুর্যোগ-দুর্বিপাকের বার্তা পায়। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথেও জড়িয়ে আছে বাংলাদেশ বেতার। মুক্তিযুদ্ধের প্রারম্ভে ১৯৭১ সালে ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা এমএ হান্নান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। পুরো ৯ মাসজুড়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল মুক্তিযোদ্ধাদের জন্য প্রেরণার কেন্দ্রবিন্দু। বেতারের গান, খবর ও অনুষ্ঠানমালা শুনে তারা উজ্জীবিত হতেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বাংলাদেশ বেতারের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পরে মন্ত্রী বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য সচিব কামরুন নাহার। বেতারের প্রধান প্রকৌশলী আহমেদ কামরুজ্জামান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া সমীচীন নয় : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা দেওয়া সমীচীন নয়। এ ধরনের ঘটনা সরকার কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। সচিবালয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ১১ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পারসনের ওপর হামলা চালায় বন্ডের অবৈধ সুবিধাভোগী ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। এতে আহত হন টেলিভিশনটির প্রতিবেদক ফখরুল ইসলাম এবং ক্যামেরা পারসন শেখ জালাল। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজোয়ানুল হক বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপরে হামলা ও নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে। ঢাকা সিটি নির্বাচনের দিন এবং পুরান ঢাকায় সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা কেড়ে ড্রেনে ফেলে দেওয়া ও গাড়ি ভাংচুর করা হয়। এসব ঘটনায় আমরা সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হলে তারা ভয় পেতেন। প্রতিউত্তরে তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেক ঘটনার পরপরই আমি নিন্দা জানিয়েছি। এ ধরনের ঘটনা সত্যি অনভিপ্রেত, দুঃখজনক ও নিন্দনীয়। সরকারও এ ক্ষেত্রে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন যে হামলা হয় সেই হামলার পেছনে যারা যুক্ত ছিল তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরান ঢাকার ঘটনা নিয়েও গ্রেপ্তার হয়েছে। সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করেছে।