আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

চার জেলায় কলেজছাত্রসহ নিহত ৬

আলোকিত ডেস্ক
| শেষ পাতা

সড়ক দুর্ঘটনা

চার জেলায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয়জন। এর মধ্যে গোবিন্দগঞ্জে পৃথকভাবে দুইজন, নীলফামারীতে সিএনজির ধাক্কায় কলেজছাত্র, গাজীপুরে বাসচাপায় বিক্রয় প্রতিনিধি এবং সিরাজগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশে ছেড়ে যাওয়া বাস বিলে পড়ে ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। প্রতিনিধিদের খবর-
গাইবান্ধা : গোবিন্দগঞ্জে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। জানা গেছে, উপজেলার কোমরপুর এলাকায় শিমু বেকারির কর্মচারী খোরশেদ আলম (৩১) রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের মফিজল হকের ছেলে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বাবুল আকতার জানান, ঘাতক গাড়ি শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে উপজেলার চাঁদুপুর সিংগা গ্রামের গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় তামিম (৩) নামে এক শিশু নিহত হয়। সে ওই গ্রামের আবেদুল ইসলামের ছেলে বলে জানান গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক আশুতোষ সরকার। এ নিয়ে দুই দিনে একই এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটল। 
নীলফামারী : সদরের চান্দের হাটবাজার এলাকায় সিএনজির ধাক্কায় কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি মাসুম ইসলাম (২২) সদর কচুকাটা ইউনিয়নের ধারার পাড়ের মোমিনুর ইসলাম ওরফে ভাদুর ছেলে। বাড়ি থেকে নীলফামারী আসার পথে জলঢাকাগামী সিএনজির সঙ্গে তার ধাক্কা লাগে। আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুর : কালীগঞ্জ উপজেলায় নাওটানা মোড় এলাকায় বাসের চাপায় এলকো ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন সরকার (৩০) নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের বিলচুঙ্গী এলাকায়। নাওজোর মহাসড়ক থানার পরিদর্শক মো. মশিউর রহমান জানান, রুহুল আমিন ঢাকার উত্তরার ৬নং সেক্টেরে দুলাভাইয়ের বাসায় থাকতেন। তার ভাগ্নে মাহতাব কালীগঞ্জের নাওটানা জামিয়া আফসানিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়েন। উত্তরা থেকে মোটরসাইকেল নিয়ে তাকে আনতে যাওয়ার পথে ওই এলাকায় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 
সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলার দুর্গাপুর ব্রিজ সন্নিকটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তারা হলো উপজেলার পুরান টেপরি গ্রামের রেজাউলের ছেলে আরিফ (১৬) ও জহরুল ইসলামের ছেলে সুমন (১৬)। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনার দিন মোটরসাইকেলযোগে তিন বন্ধু স্কুলছাত্র বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় যাওয়ার পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরিফ ঘটনাস্থলে নিহত হয় এবং স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করে। পরে সুমন মারা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
চবি : ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশে ছেড়ে যাওয়া শিক্ষার্থীবাহী একটি বাস বিলে পড়ে গেলে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হন। মনিয়াপুকুর চেয়ারম্যান ঘাটায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসির বাস মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটা এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়। আহতদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে চবি প্রক্টর প্রফেসর এসএম মনিরুল হাসান বলেন, ফটিকছড়ি থেকে আসা একটি বাস বিলে পড়ে যায়।