শনিবার বাংলাদেশ কোস্ট গার্ডের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং আমন্ত্রিত সামরিক ও অসামরিক অতিথিরা ও বিদেশী কূটনৈতিক ব্যক্তিরা। স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ ৪০ জন সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পদক বিতরণ করবেন বলে জানিয়েছেন লে. বিএনএম হায়াত ইবনে সিদ্দিক।
কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল এম আশরাফুল হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাহিনীর সদস্যরা অদম্য মনোবল, অটুট কর্মস্পৃহা, কঠোর পরিশ্রম ওজনগণের সেবক হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ‘ব্লু ইকোনমি’ ও সহস্রাব্দের পরিকল্পনায় বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ বাস্তবায়নে বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।
কোস্টগার্ডের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে এ বাহিনী বর্তমানে দেশের বিশাল সমুদ্র এলাকায় ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় অবদান রেখে চলেছে। অত্র বাহিনীর নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়। এছাড়াও ২০১৯ সালে এ বাহিনী চোরাচালান প্রতিরোধ, মৎস্যসম্পদ রক্ষা, মাদকদ্রব্যের ব্যবহার/ব্যবসা নিয়ন্ত্রণ/দমন, বনজ সম্পদ রক্ষার মাধ্যমে দেশের রাজস্ব খাতে ও উন্নয়নে অসামান্য অবদান রেখেছে। মুজিববর্ষ উদযাপনের প্রাক্কালে এ বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে কোস্টগার্ড ব্যাপক কর্মপরিকল্পনা করেছে। যার মধ্যে রয়েছে চর ও দ্বীপাঞ্চলের স্থানীয় জনগণের মধ্যে বিশুদ্ধ/সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা, দুর্ঘটনা কবলিত জেলেদের জন্য লাইফ জ্যাকেট ও রেইনকোট বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব ও দুস্থদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান। এছাড়াও রক্তদান কর্মসূচি এবং প্রত্যন্ত উপকূলীয় এলাকার জনগণের মধ্যে রেডিও বিতরণ কর্মসূচিও গ্রহণ করা হবে। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ায় সার্বক্ষণিক কাজ করবে বাংলাদেশ কোস্ট গার্ড।