বিশালাকার দুটি হাতি দিনদুপুরে এক আখের গাড়িতে ‘ডাকাতি’ করছে। আর আশপাশের কয়েকজন সেটা দেখেও কিছু বলছেন না। পথ চলতি এক গাড়ির ক্যামেয়ার এমনই দৃশ্য ধরা পড়ল। ব্রিটেনের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড হয়েছে। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেটি। ভিডিওফুটেজটি ‘ভাইরালহক’ নামের একটি ইউটিউব চ্যানেলে পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে কয়েকটি গাড়ি। তারই মধ্যে দাঁড়িয়ে রয়েছে দুটি আখভর্তি ট্রাকও। আর তার ঠিক পাশেই দাঁড়িয়েছে আরও দুটি ট্রাক। আর সেই ট্রাকগুলোয় সাধারণ কোনো যাত্রী নয়, রয়েছে দুটি পূর্ণবয়স্ক হাতি। নাগালের মধ্যে এত আখ দেখে আর লোভ সংবরণ করতে পারেনি হাতি দুটি। কখন খাবার জুটবে তার ঠিক নেই, তাই নিজেরাই নিজেদের খাবারের বন্দোবস্ত করে ফেলল। শুঁড় বাড়িয়ে পাশের ট্রাক থেকে কিছু আখ টেনে নিতে দেখা যায় হাতি দুটিকে। এ গোটা ঘটনা হাতিগুলোর পেছনে দাঁড়ানো একটি গাড়ির ভেতর থেকে ক্যামেরাবন্দি করা হয়েছে। সেটি ইউটিউবের ওই চ্যানেলে আপলোড করা হয়েছে ১০ ফেব্রুয়ারি। ঘটনাটি ৮ ফেব্রুয়ারি থাইল্যান্ডের নাখন সাওয়ান এলাকার বলে জানানো হয়েছে। আনন্দবাজার