পালিত দুই মহিষ নিয়ে ১৩.৬২ সেকেন্ডে ১৪২ মিটারের বেশি অতিক্রম করে ভারতজুড়ে হইচই ফেলে দিয়েছেন কর্নাটকের শ্রীনিবাস গৌড়া। বৃহস্পতিবার কর্নাটকের কাম্বালা উৎসবে ২৮ বছর বয়সি গৌড়া পালিত দুই মহিষ নিয়ে দৌড়ে ‘উসাইন বোল্টের রেকর্ড ভেঙে ফেলেছেন’ বলে রব উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে তাকে এখনই ভারতের অলিম্পিক দলে যুক্ত করতে পরামর্শও দিয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার। নভেম্বর থেকে মার্চে অনুষ্ঠিত এ উৎসবে মহিষ নিয়ে এর মালিককে শস্যক্ষেতের মধ্য দিয়ে দৌড়াতে হয়। এ সময় পশুর ওপর অত্যাচার করা হয় অভিযোগ তুলে প্রাণী অধিকার সংরক্ষণে কাজ করা সংগঠনগুলো কাম্বালা বন্ধে আবেদন করলেও ২০১৬ সালে আদালত কর্নাটকের ঐতিহ্যবাহী এ উৎসবে ছাড়পত্র দেন। আয়োজকরা বলছেন, কাদামাখা জমিতে খালি পায়ে গৌড়া ১৩.৬২ সেকেন্ডে অতিক্রম করেন ১৪২.৫০ মিটার। এর মধ্যে প্রথম ১০০ মিটার টপকান মাত্র ৯.৫৫ সেকেন্ডে। আর ১০০ মিটারে বোল্টের রেকর্ড ৯.৫৮ সেকেন্ড। গৌড়ার এ দৌড়ের খবর এরই মধ্যে ভারতের ফেইসবুক ও টুইটারে ভাইরাল হয়ে গেছে। অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ বলছেন, শিগগিরই অলিম্পিকের জন্য প্রশিক্ষণ নিতে। গৌড়ার অবশ্য এসব নিয়ে ভ্রুক্ষেপ নেই। তিনি শুধু বলেছেন, আমি কাম্বালা ভালোবাসি। আমার সাফল্য আসলে আমার দুই পালিত মহিষের। তারা খুব ভালো দৌড়েছে।