আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

সাপ্তাহিক লুজারের শীর্ষে শ্যামপুর সুগার

নিজস্ব প্রতিবেদক
| অর্থ-বাণিজ্য

 

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ দিন শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪ দশমিক ২০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ২০ টাকা বা ১২ দশমিক ২৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর সাপ্তাহিক টপ টেন লুজার তালিকার শীর্ষে ওঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপ টেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নর্দান জুটের ১০ দশমিক ৪১ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৯ দশমিক ০৯, সমতা লেদারের ৭ দশমিক ৫৪, এমারেল্ড অয়েলের ৭ দশমিক ৩৩, স্ট্যান্ডার্ড সিরামিকের ৭ দশমিক ১৭, ইউনাইটেড এয়ারের ৬ দশমিক ৫, রংপুর ডেইরি অ্যান্ড ফুডের ৬ দশমিক ১৬, ডেল্টা স্পিনার্সের ৬ শতাংশ এবং মুন্নু জুটের শেয়ার দর ৫ দশমিক ৯৮ শতাংশ কমেছে।