দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল ঘোষণা করেছে ‘টিভি অদলবদল অফার’। এর আওতায় গ্রাহক পুরোনো যে কোনো ব্র্র্যান্ডের সচল কিম্বা অচল সিআরটি, এলসিডি বা এলইডি টিভি বদলে কিনতে পারবেন মার্সেলের নতুন এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি। সেই সঙ্গে থাকছে মার্সেল টিভি কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।
টিভি ‘অদলবদল অফার’ এর আওতায় ক্রেতারা পুরোনো টিভি বদলে মার্সেলের নতুন টিভি ক্রয়ের ক্ষেত্রে সর্বনিম্ন ২ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এ সুবিধা ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
এদিকে মার্সেলের ‘সেরা দামে সেরা টিভি’ ক্যাম্পেইন সিজন-২ এর আওতায় টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা মডেলভেদে ২ হাজার ৯১০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এ সুবিধা থাকছে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত।
মার্সেল টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ জানান, গ্রাহক পুরোনো টিভি জমা দিয়ে মার্সেলের ২৪ হাজার ৯৯০ টাকা দামের বাংলা ভয়েস সার্চ অপশনযুক্ত ৮১৩ মিলিমিটার বা ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ২১ হাজার ৫০০ টাকায় কিনতে পারবেন। এছাড়া একই প্রযুক্তির ২৯ হাজার ৯০০ টাকা মূল্যের মার্সেলের ৯৯১ মিলিমিটার বা ৩৯ ইঞ্চি স্মার্ট টিভি ২৫ হাজার ৯০০ টাকায়, ৪৩ হাজার ৯০০ টাকার ১.০৯ মিটার বা ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি ৩৮ হাজার ৯০০ টাকায় এবং ৯৯ হাজার ৯০০ টাকার ১.৩৯ মিলিমিটার বা ৫৫ ইঞ্চি বাংলা ভয়েস সার্চ অথবা ফোরকে রেজ্যুলেশনের স্মার্ট টিভি ৯০ হাজার ৯০০ টাকায় কেনার সুযোগ রয়েছে।
টিভি অদলবদল অফারে ক্রেতারা পুরোনো টিভি বদলে মার্সেলের যে কোনো মডেলের এলইডি টিভি কেনার সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে মার্সেলের ৫০৮ মিলিমিটার বা ২০ ইঞ্চি এলইডি টিভি ১০ হাজার ৯০০ টাকার পরিবর্তে ৮ হাজার ৯০০ টাকায়; ৬১০ মিলিমিটার বা ২৪ ইঞ্চি এলইডি ১১ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৯ হাজার ৯০০ টাকায়; ৩২ ইঞ্চি এলইডি ১৫ হাজার ৮০০ টাকার পরিবর্তে ১৩ হাজার ৬০০ টাকায়; ৩৯ ইঞ্চি এলইডি ২৩ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২০ হাজার ৪৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চি এলইডি টিভি ২৭ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২৩ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে।
মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াৎ হোসেন বলেন, দেশেই নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের এলইডি ও স্মার্ট টিভি তৈরি করছে মার্সেল। প্রযুক্তির এ সুফল দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে টেলিভিশন ক্রেতাদের টিভি অদলবদল, সেরা দামে সেরা টিভিসহ নানান সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্টসহ টিভির প্যানেলে ৪ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টির সুবিধা দিচ্ছে মার্সেল।