সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৩ কোটি ২০ লাখ ১৯ হাজার ৫৬৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১২০ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬০ কোটি ২৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ কোটি ২ লাখ ৮০ হাজার টাকার গোল্ডেন হার্ভেস্টের এবং তৃতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৩২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ হোলসিমের।
এছাড়া ব্লকে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে নর্দান জুটের ১৩ লাখ ৮২ হাজার টাকার, সি পার্লের ১১ লাখ ৫৬ হাজার, ডাচ্-বাংলা ব্যাংকের ৭ লাখ ১ হাজার, ফাইন ফুডসের ১৯ লাখ ১২ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সেন ৮ লাখ ৮৫ হাজার, মেঘনা সিমেন্টের ৫ লাখ ৬৮ হাজার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৫০ হাজার, সায়হাম কটনের ১৭ লাখ ৮০ হাজার, সিলকো ফার্মার ৩ কোটি ৩ লাখ ১১ হাজার, এসকে ট্রিমসের ৭ কোটি ৮০ লাখ ৭০ হাজার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার, অ্যাডভেন্ট ফার্মার ২৬ লাখ ৭০ হাজার, ব্যাংক এশিয়ার ৪ কোটি ৫ লাখ ২৭ হাজার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ১৮ লাখ ৩৭ হাজার, কনফিডেন্স সিমেন্টের ১ কোটি ৮ লাখ ১২ হাজার, ইস্টার্ন ক্যাবলসের ২৬ লাখ ২৯ হাজার, এমএল ডাইংয়ের ৯০ লাখ ১৬ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ৭৪ লাখ, উত্তরা ব্যাংকের ২ কোটি ৪২ লাখ, ফেডারেল ইন্স্যুরেন্সের ২২ লাখ ৫৮ হাজার, ফার্স্ট ফাইন্যান্সের ৯ লাখ, জিকিউ বলপেনের ১২ লাখ ৩২ হাজার, যমুনা অয়েলের ১ কোটি ৪৯ লাখ, ডিবিএইচের ১ কোটি ৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার
লেনদেন হয়েছে।