দক্ষিণ আফ্রিকা থেকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জেতা যুবারা এখন নিজ নিজ ঘরে, পাচ্ছেন স্থানীয় পর্যায়ে সংবর্ধনা। আর অস্ট্রেলিয়ায় মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ দিয়ে ২১ ফেব্রুয়ারি মেলবোর্নে শুরু হবে নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। ২৪ ফেব্রুয়ারি ওয়াকা গ্রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে সালমা-জাহানারাদের। মূল বিশ্বকাপের আগে আজ শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ, ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচে সালমাদের প্রতিপক্ষ থাইল্যান্ড নারী ক্রিকেট দল। এশিয়ার দুটি দলই বিশ্বকাপের মূল পর্ব খেলছে বাছাই খেলে। এ মাঠেই একই সময়ে শুক্রবার শেষ প্রস্তুতি ম্যাচে লাল-সবুজ নারী ক্রিকেটারদের প্রতিপক্ষ পাকিস্তান।