প্রশ্ন : আমাদের প্রেসে বিভিন্ন ধরনের বইপত্র ছাপানো হয়। এর মধ্যে ইসলামি কিতাবাদিও রয়েছে (যেমনÑ তাফসির, হাদিস গ্রন্থ, দ্বীনি বিষয়ে বিভিন্ন কিতাবাদি)। গ্রাহকরা আমাদের যে ছাপার কাজগুলো দেন এর মধ্যে যেমন দুনিয়াবি বইপত্র থাকে, তেমনি ইসলামি কিতাবাদিও থাকে। ছাপানোর সময় বিভিন্ন কারণে (যেমন মেশিনে সমস্যা হলে বা কাটিং যন্ত্র ঠিকমতো কাজ না করলে) উল্লেখযোগ্য পরিমাণ কাগজ উদ্বৃত্ত হয়। গ্রাহকদের তাদের অর্ডার দেওয়া বইপত্র বা কিতাবাদি বুঝিয়ে দেওয়ার সময় সেই উদ্বৃত্ত কাগজগুলো দিয়ে আমরা বইগুলো বেঁধে দিইÑ যাতে বাঁধাইয়ের ওপর দড়ির দাগ না পড়ে। এরপরও যেসব কাগজ অবশিষ্ট থাকে সেগুলো ভাঙারির কাছে বিক্রি করে দিই। তারা সাধারণত ঠোঙা বানানোর কাজে এগুলো ব্যবহার করে থাকে। মুহতারামের নিকট জিজ্ঞাসা হলোÑ এ কাগজগুলো এসব কাজে ব্যবহার করতে কোনো অসুবিধা আছে? অনুরূপভাবে এগুলো বিক্রি করা কি বৈধ হবে? মুহাম্মাদ রোকনুদ্দীন, মুগদা
উত্তর : যেসব কাগজে আল্লাহ বা রাসুলের (সা.) নাম, কোরআনের আয়াত কিংবা দ্বীনি বিষয়াদি লেখা থাকে, সেগুলো অধিক সম্মানযোগ্য। তাই সে কাগজগুলো দিয়ে বইপত্র বেঁধে দেওয়া কিংবা তা ভাঙারির কাছে বিক্রি করা জায়েজ নয়। আর প্রেসের যেসব কাগজে ওইসব বিষয়াদি নেই সেগুলো দিয়ে বইপত্র বেঁধে দেওয়ার অবকাশ আছে। তবে তা ভাঙারির কাছে বিক্রি করা উচিত নয়। কারণ সব কাগজই সম্মানযোগ্য। এটি ইলমের একটি অন্যতম উপকরণ। সাধারণ ছাপানো কাগজ বা বইপত্র অপ্রয়োজনীয় হয়ে গেলে তা পুড়িয়ে ফেলবে। (খিজানাতুল আকমাল ৩/৪৮৫; আলমুহিতুল বুরহানি ৮/১২৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২২; রদ্দুল মুহতার ৬/৩৮৬)।