চট্টগ্রামের আনোয়ারায় মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বেলচূড়া কালাবিবি চৌধুরী জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো কক্সবাজারের চকরিয়া থানার ফাঁসিয়া খালি গ্রামের শফিউল আলমের ছেলে সাইমুন ইসলাম ওরফে সাহেদ, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পুঁটিয়াখালি গ্রামের শামছুল আলমের ছেলে মো. জাহেদ (৩০)।