বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে শনিবার আড়াই হাজার কেজি জাটকা উদ্ধার করেছে কোস্ট গার্ড। নৌকাবোঝাই ওই জাটকা উদ্ধারের সময় কাউকে আটক করা যায়নি বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত বলেন, কোস্ট গার্ড অভিযান চালিয়ে শনিবার ভোরে ২ হাজার ৫০০ কেজি জাটকা উদ্ধার করে। এ সময় একটি নৌকা জব্দ করা হয়। নৌকায় যারা ছিলেন তারা পালিয়েছেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের উপস্থিতিতে ওই জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।