আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের যুদ্ধের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা

সিরাজগঞ্জ প্রতিনিধি
| খবর

 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পয়লা উচ্চবিদ্যালয় হলরুমে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হিউম্যান রাইটস ফর পিস বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুই মাসব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস, রণাঙ্গন, শহীদ মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হানাদার ও স্বাধীনতাবিরোধীদের বর্বর নির্যাতনের কথা তুলে ধরা হয়।
এ সময় মহান মুক্তিযুদ্ধে সবার আত্মত্যাগের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন সিরাজগঞ্জে যুদ্ধকালীন কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, সাবেক অধ্যক্ষ গাজী মোখলেছুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এসএম তফিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা গাজী হজরত আলী মাস্টার, গাজী আবদুর রউফ দুলাল, প্রধান শিক্ষক মির্জা আনিছুর রহমান, জাহাঙ্গীর হোসেন। সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আবদুল মান্নান, অ্যাডভোকেট রঞ্জন দাশ, টাঙ্গাইলের সাংবাদিক সিরাজ আল মাসুদ ও আজিজুল হক বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।