‘সকল আদিবাসী শিশুদের জন্য প্রাথমিক স্তরে নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু এবং আদিবাসী শিক্ষক নিয়োগের’ দাবিতে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রতিশ টপ্য, রাজশাহী কলেজ শাখার সভাপতি সাবিত্রী হেমব্রম, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ অনিল রবিদাস, দপ্তর সম্পাদক পলাশ পাহান প্রমুখ।
এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনকি সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভুষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক উপেন রবিদাস, জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অজিত মুন্ডা প্রমুখ।
আরও সংহতি বক্তব্য দেন কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা সভাপতি শাহাজাহান আলি বরজাহান, ন্যাপ রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান আলম, নবজাগরণ ছাত্রসমাজের উপদেষ্টা তামিম সিরাজী প্রমুখ।
বক্তারা বলেন, সরকার আদিবাসীদের ছয়টি ভাষায় প্রাথমিক স্তরে শিক্ষাব্যবস্থা চালু করলেও স্কুলগুলোতে আদিবাসী শিক্ষক নিয়োগ দিতে পারেনি। উত্তরবঙ্গের একটি বহুল ব্যবহৃত আদিবাসী ভাষা হলো সাদরি। কিন্তু যেসব স্কুলে সাদরি ভাষায় শিক্ষা ব্যবস্থা চালু আছে, সেখানে আদিবাসী শিক্ষক ছাড়াই বাঙালি শিক্ষকদের দিয়ে পাঠদান চলছে। এতে আদিবাসী কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণে বিভ্রান্ত হচ্ছে। মানববন্ধন থেকে অতিদ্রুত এসব স্কুলে আদিবাসী শিক্ষার্থীদের জন্য আদিবাসী শিক্ষক নিয়োগ প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।