সংসদীয় আসন ৯০-এর যশোর-৬ (কেশবপুর) আসন থেকে উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন ১২ জন মনোনয়ন প্রত্যাশী ।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডির দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন প্রয়াত ইসমাত আরা সাদেক এমপির কন্যা স্থপতি নওরীন সাদেক, চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়িকা শাবানার স্বামী একেএস ওয়াহিদ সাদেক, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক শ্যামল সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচএম আমির হোসেন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুসাইন মুহম্মদ ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ রফিক, শেখ আবদুল ওহাব, ব্যারিস্টার মোহাম্মদ কামরুজ্জামান, ড. তাপস দাস, আবদুল মান্নান ও তানভীর মুহাম্মদ দিপু। শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডির দলীয় কার্যালয়ে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ নিশ্চিত করেছেন। মনোনয়ন কে পাবেন, তা একমাত্র দলের সভাপতি শেখ হাসিনাই জানেন বলেও তিনি জানান। উল্লেখ্য, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপির মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।