আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
| খবর

 

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মধ্যে অনুষ্ঠিত এ যৌথসভা শনিবার সন্ধ্যা ৭টায় গণভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
যৌথসভায় গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০, বগুড়া-১, যশোর-৬ আসনের উপনির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।