আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

রাজশাহী ব্যুরো
| নগর মহানগর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বজলুর রহমান (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় ওই কয়েদির মৃত্যু হয়। বজলুর রহমান পাবনার সাথিয়ার শরিজপুরান এলাকার মৃত শোহরাব আলীর ছেলে। রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজলুর রহমান বার্ধক্যজনিত কারণে নানা শরীরিক সমস্যায় ভুগছিলেন। 
রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের প্রিজন সেলে তিনি মারা যান। ১৩ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন তিনি।