আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

তদবির না শোনায় শিক্ষককে দুর্গম এলাকায় বদলির অভিযোগ

রাজশাহী ব্যুরো
| নগর মহানগর

একজন নিবেদিতপ্রাণ সৎ ও কর্মনিষ্ঠ শিক্ষক হিসেবে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় আবদুর রশিদ। প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুল বোর্ডের ফলে পরপর তিনবার রাজশাহী বিভাগের শীর্ষ স্কুলের স্থানটি দখল করেছে। চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবও তিনি। এরই মধ্যে ১১ ফেব্রুয়ারি আকস্মিকভাবে আবদুর রশিদকে বদলি করা হয়েছে সিরাজগঞ্জের দুর্গম এলাকা কাজীপুরের এএমইউ সরকারি বালিকা বিদ্যালয়ে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের পক্ষে বদলিপত্রে স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক আমিনুল ইসলাম টুকু। বদলির আদেশে কোনো কারণ বলা হয়নি। কবে দায়িত্ব ছাড়তে হবে, কবে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে এসবও নেই বদলির আদেশে। নিয়ম ভেঙে একজন শিক্ষার্থীকে নবম শ্রেণিতে ভর্তির সুপারিশ না শোনায় তার আকস্মিক এ বদলি বলে স্কুলটির শিক্ষকরা বলছেন। আবদুর রশিদও বলছেন, ছাত্রভর্তির তদবির না শোনায় তার এ শাস্তিমূলক বদলি। এদিকে আবদুর রশিদের আকস্মিক বদলিতে ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা। 
এ বিষয়ে জানতে চাইলে মাউশির সহকারী পরিচালক আমিনুল ইসলাম টুকু বলেন, বদলির নির্দিষ্ট কোনো কারণ আমার জানা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবদুর রশিদের বদলির আদেশ দেওয়া হয়েছে।