আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

আওয়ামী লীগের ত্যাগী নেতারা অবহেলিত

বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| নগর মহানগর

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, রাজনীতি এখন রাজনীবিদদের কাছে অনুপস্থিত। অনেকেই রাজনীতি করেন মঞ্চে চেহারা দেখাতে। তারা এটাকে পুঁজি করে চলেন। শামীম ওসমানের চেয়েও হাজার গুণে বেশি ভালো ছিলেন প্রয়াত শুক্কুর মাহমুদ। তিনি আজ চলে গেছেন। শনিবার বিকালে বন্দরের কবিলের মোড় এলাকায় প্রয়াত শ্রমিক লীগ নেতা শুক্কুর মাহমুদ স্মরণসভায় তিনি এসব কথা বলেন। 
শামীম ওসমান বলেন, সমাজে ৯৮ ভাগ ভালো মানুষ। কিন্তু দুই ভাগ খারাপের কারণে অনেক ভালো মানুষ সামনে আসতে পারেন না। সব শ্রেণির মধ্যেই এটা বিদ্যমান। তিনি বলেন, আমি মিথ্যা কথা বলি না। সত্য বলি, চেষ্টা করি সত্যের ওপর থাকতে। অনেক ত্যাগী পোড় খাওয়া আওয়ামী লীগের নেতাকর্মী অবহেলিত। অনেকের বাড়িতে চুলাও ঠিকমতো জ্বলে না। কিন্তু এখন যেদিকে দেখি, সেদিকেই শুধু আওয়ামী লীগ। সবাই এখন আওয়ামী লীগ হয়ে গেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, বন্দর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, সেক্রেটারি কাজিমউদ্দিন, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের প্রমুখ।