আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে

যুগ্ম মহাসচিব সরোয়ার

বরিশাল ব্যুরো
| নগর মহানগর

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশাল বিএনপির বিক্ষোভ সমাবেশে শনিবার বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার- আলোকিত বাংলাদেশ

মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে আরও বেশি দিন ক্ষমতায় টিকে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির জন্য কঠোর আন্দোলন ছাড়া বিএনপির সামনে বিকল্প কোনো পথ নেই। তাই বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এ আহ্বান জানান। 
শনিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ-সমাবেশে সভাপতির বক্তৃতায় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার আরও বলেন, সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। সাধারণ মানুষ এখন আর ভোট দিতে যায় না। মানুষের অধিকার হরণকারী এ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে। 
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু প্রমুখ। মহানগর বিএনপির সমাবেশের আগে একই দাবিতে অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ-সমাবেশের সভাপতিত্ব করেন দক্ষিণ জেলার সভাপতি এবায়দুল হক চাঁন। উত্তর জেলা বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন মেজবাহ উদ্দিন ফরহাদ।