আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

মুজিববর্ষেই নিশ্চিত হবে শতভাগ বিদ্যুতায়ন

আরইবির জিএম সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

রাজধানীর নিকুঞ্জে শনিবার আরইবির প্রশিক্ষণ একাডেমি ভবনে জেনালের ম্যানেজার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ- আলোকিত বাংলাদেশ

মুজিববর্ষেই নিশ্চিত হবে শতভাগ বিদ্যুতায়ন এ সেøাগানকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) জেনারেল ম্যানেজার (জিএম) সম্মেলন। শনিবার রাজধানীর নিকুঞ্জে আরইবির প্রশিক্ষণ একাডেমি ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সম্মেলনে প্রতিমন্ত্রী দেশের শতভাগ জনগণকে মুজিববর্ষেই বিদ্যুৎ সুবিধা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণে মুজিববর্ষকে বিদ্যুতের সেবা বর্ষ হিসেবে পালনের অঙ্গীকার করেন। এছাড়া শতভাগ জনগণের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলনে আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) মুজিববর্ষকে সেবা বর্ষ পালনের লক্ষ্যে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের ওপর কারিগরি, আর্থিক ও ব্যবস্থাপনা বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। এছাড়া দুই দিনব্যাপী এ সম্মেলনে বক্তব্য রাখেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। সম্মেলনে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ২০২০ সালের জুনের মধ্যে দেশব্যাপী গ্রিডভুক্ত এলাকার ৪৬১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা; অফগ্রিড এলাকার ১ হাজার ৮৩টি গ্রামকে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে আরইবি ও সমিতির নিজস্ব অর্থায়নে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করা; ‘মুজিববর্ষে’ ৮০টি পবিসে শতভাগ উপজেলায় বিদ্যুতায়ন নিশ্চিত করা; দেশব্যাপী ২ লাখ ৫০ হাজার প্রি-পেইড মিটার স্থাপন করা; মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা; ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে ‘পেপারলেস অফিস’ চালু করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বর্তমানে বাপবিবোর্ডের গ্রাহক সংখ্যা ২ কোটি ৮৩ লাখ। এছাড়া বাপবিবোর্ডের বিদ্যুৎ বিতরণ লাইন ৪ লাখ ৮৬ হাজার কিলোমিটার এবং দেশের প্রায় ৯৬ ভাগ জনগণ বিদ্যুৎ সুবিধাভোগী। এরই মধ্যে ৪৬১টি উপজেলার মধ্যে ৪১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৫১টি উপজেলায় মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম সম্পন্ন হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।