আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

সংবাদ সংক্ষেপ

| দেশ

স্মৃতিফলক উন্মোচন
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। শনিবার মুজিববর্ষের স্মৃতিফলক উন্মোচন করেন অধ্যক্ষ প্রফেসর শামসুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ছাইয়েদুল হক, সহকারী অধ্যাপক সাইফুদ্দিন এমরান, সহযোগী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক জাকির হোসেন, সহযোগী অধ্যাপক আবেদুর রহমান প্রমুখ। 


প্রস্তুতি সভা 
ফেনী প্রতিনিধি

সম্মেলনকে সামনে রেখে ফেনীর পরশুরাম উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরা গিয়াস উদ্দিন খুকু। পরশুরাম উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল প্রমুখ।


অবহিতকরণ কর্মশালা
ভোলা প্রতিনিধি

ভোলায় শনিবার জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভোলা পরিবার পরিকল্পনা বিভাগের জেলার উপপরিচালক মাহমুদুল হক আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মামুন আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সদর দপ্তরের (আইইএম) উপপরিচালক আবদুল লতিফ মোল্লা। 


পুরস্কার বিতরণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় জানুয়ারি মাসের সেরা ৬০ শিক্ষার্থীর মাঝে উদ্দীপনা পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম এ পুরস্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় শ্রেণিশিক্ষক মোশারফ হোসাইন, রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান, রেজাউল করিম, ফজলুল করিম, কাজিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


কমিউনিটি পুলিশিং সভা
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার বাল্যবিয়ে, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশিং সভায় উপজেলার কেএম ইউসুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি কেএম ইউসুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি মো. মাসুদুজ্জামান, প্রধান শিক্ষক বাবুল কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ।