২০১৪ সালের এই দিনে পিকনিকের বাস দুর্ঘটনায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী নিহত হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বেনাপোল ট্র্যাজেডি দিবস। দিনটি পালন উপলক্ষে শনিবার সকালে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোক র্যালি, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে একটি অনুষ্ঠান পালিত হয়। অপরটি পালিত হয় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে। এছাড়া দিনটি স্মরণে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।