আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

চরফ্যাশনে ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ভোলা প্রতিনিধি
| দেশ

ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর সামরাজ এলাকা থেকে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড চরমানিকা স্টেশন। জানা যায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড চরমানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ অবৈধ জালগুলো আটক করে। এ সময় ৮০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। মাছগুলো চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশক্রমে চর কচ্ছপিয়ায় দুটি এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।