আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

র‌্যাগিংয়ের অভিযোগ শাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

সিলেট ব্যুরো
| শেষ পাতা

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক জুনিয়র শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেনÑ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহেল রানা ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাফি আনোয়ার সাদি ও নূর-ই-আলম সিদ্দিকি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মোস্তকিম সাকিব ওই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

এ বিষয়ে ভিসি বলেন, এক শিক্ষার্থী র‌্যাগিংয়ের বিষয়ে প্রক্টর বরাবর অভিযোগ করে। এ অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রক্টর ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা 
হলেনÑ সহকারী প্রক্টর মোহাম্মদ শাহাদত হোসেন ও আহসানুল ইসলাম। তদন্ত কমিটি অভিযুক্তদের জড়িত থাকার প্রমাণ পায়। পরে তদন্ত কমিটির সুপারিশে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার বহিষ্কারের বিষয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।
ওই শিক্ষার্থী অভিযোগে বলেছিলেন, ৯ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত শিক্ষার্থীরা তাকে সিলেট নগরীর পাঠানটুলার একটি মেসে ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন, গালাগাল করে। একই সঙ্গে বিভিন্ন অঙ্গিভ?ঙ্গি করতে বলে। এ ধরনের পরিস্থিতিতে ভীত অবস্থায় অভিযোগটি দায়ের করেন তিনি। 
প্রসঙ্গত, র‌্যাগিংয়ের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে শাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে ক্যাম্পাসকে র‌্যাগিংমুক্ত ঘোষণা করেছে।