আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

সিটি করপোরেশনে ‘সিটি গভর্নমেন্ট’ চালু করতে হবে -জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
| শেষ পাতা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের প্রতিটি সিটি করপোরেশনে সিটি গভর্নমেন্ট চালু করতে হবে। তিনি বলেন, সিটি গভর্নমেন্ট চালু হলে নগরের পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট, আইনশৃঙ্খলা রক্ষাসহ উন্নয়নমূলক সব কর্মকাণ্ডের নির্বাহী ক্ষমতা থাকবে মেয়রের হাতে। এখন মেয়রের হাতে ক্ষমতা না থাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তাকে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরতে হয়। এতে সময়মতো প্রত্যাশিত সেবা পাচ্ছেন না নগরবাসী। এছাড়া বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় না থাকায় নাগরিক দুর্ভোগ হচ্ছে। লন্ডন, প্যারিসসহ উন্নত বিশ্বের বিভিন্ন সিটির নগর ব্যবস্থার উদাহরণ তুলে ধরে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বাংলাদেশেও সিটি গভর্নমেন্ট বাস্তবায়নে সরকার যেন বিবেচনা করে। শনিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুর

টাউনহল শহীদ পার্ক মাঠে ৩১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জিএম কাদের বলেন, এ এলাকার মানুষ শফিকুল ইসলাম সেন্টুকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করছেন। তারা জাতীয় পার্টিকেই ভোট দিচ্ছেন। তাই আগামী দিনে জাতীয় পার্টিও এ এলাকার মানুষের পাশে থাকবে। 
মোহাম্মদপুর থানা জাতীয় পার্টি সভাপতি এএনএম রফিকুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান আমানত হোসেন আমানত, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্মমহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল। 
এছাড়া উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আনিসুর রহমান খোকন, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, শ্রমবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম পাঠান, সমাজকল্যাণ সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্মসাংগঠনিক সম্পাদক আবু সাদেক বাদল, যুগ্ম ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ইসহারুল্লাহ আসিফ, কেন্দ্রীয় নেতা জিয়াউর রহমান বিপুল, মঞ্জুরুল হক সাচ্চা, জাহিদুল ইসলাম জাহিদ, মাহবুবুর রহমান লিপ্টন, হামিদ হাসান, মো. মাহফুজ উল্লাহ, আবদুল আজিজ, মো. সেকান্দার আলী।